সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
চাঁদাবাজদের বিএনপিতে কোন স্থান নেই, এদের পরিচয় এরা সুধিাভোগী চাঁদাবাজ।বিএনপি কিংবা আমার নাম ভাঙ্গিয়ে কেউ দখলবাজি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাকে আইনপ্রয়োগকারীর হাতে তুলে দেওয়ার জন্য ভুক্তভোগীদের অনুরোধ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন।
তিনি বলেন কেউ চাঁদাবাজি দখলবাজি করে থাকলেও সময় থাকতে তা ছেড়ে দিয়ে কর্মকরে খাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। চাঁদাবাজি দখলবাজি আমি পছন্দ করিনা কেউ করলেও তার সত্যতা পেলে কঠোর হস্তে দমন করা হবে । তিনি বলেন রাজনীতি করতে গিয়ে,মেহনতি মানুষের ন্যায্য দাবির কথা বলতে গিয়ে আওয়ামীলীগের সরকার আমার নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, জেল খেটেছি,নির্যাতিত হয়েছি, বাড়ি ঘরে গুমাতে পারিনি, বার বার কারাবরণ করতে হয়েছে তবুও নীতি আদর্শ থেকে স্বৈরাচারী সরকার বিচ্যুতি ঘটাতে পারেনি।
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ২ নং ওয়ার্ডে তার দলীয় কার্যালয়ে গনমাধ্যম কর্মীদেরকে এসব কথা বলেন তিনি। চাঁদাবাজি, দখলবাজি আমি পছন্দ করিনা, চাঁদাবাজদের সাথে আমার কোন সম্পর্ক নেই তাছাড়া আমি সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নামে নানা ধরনের প্রপাগন্ডা ছড়াচ্ছে।
আমার বিরুদ্ধে দখলবাজি নিয়ে প্রপাগন্ডা ছড়াচ্ছে। বিএনপির নামে যারা চাঁদাবাজি দখলবাজি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন ওই নেতা।মহাসড়কের শিমরাইলমোড়ে ক্ষুদ্র ব্যবসায়ী,, সিএনজি চালকদের কাছে কেউ চাঁদা দাবি করলে তাকে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার জন্য কঠোরভাবে বলে এসেছি।
শিমরাল ট্রাক টার্মিনাল ও আদমজী ইপিজেড ও সাইন বোর্ড (ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড) এলাকাও বিএনপির ব্যানারে চাঁদাবাজির খবর পাচ্ছি বলে ইকবাল হোসেন স্বীকার করে বলেন আমি ও আমার কোন লোকজন সাইনবোর্ড শিমরাইল ট্রাক টার্মিনাল এবং আদমজী ইপিজেডের সাথে জড়িত নই। বিএনপির যত বড়ই নেতা হোকনা কেন দখলবাজি চাঁদাবাজির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি হুঁশিয়ারী করেছেন। পাশাপাশি চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার জন্য তিনি আহবান জানিয়েছন।