মিতু আহমেদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শুক্রবার বিকেলে মহা অষ্টমীতে উপজেলার পঞ্চমীঘাট এলাকায় পোদ্দার বাড়িতে নারায়ণগঞ্জের অন্যতম সুসজ্জিত পূজা মন্ডপে পানাম গ্রুপের চেয়ারম্যান সিআইপি অমল পোদ্দারের উদ্যোগে শাড়ি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রদীপ পোদ্দার, বাদল পোদ্দার,বিমল পোদ্দার,, ডি জি এম একাউন্ট অফিসার সুকুমার সাহা, রনি পোদ্দার প্রমূখ।
পানাম গ্রুপের চেয়ারম্যান সিআইপি অমল পোদ্দার বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রায় দুই হাজার শাড়ি বিতরণ করা হয়েছে। আমি শুধু সনাতন নয় সব ধর্মের মানুষের মধ্যে প্রতি বছর দূর্গা পূজায় শাড়ি বিতরণ করে থাকি।