মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
পহেলা বৈশাখ ১৪৩২, সোমবার সকাল ১০:০০টায় মাদারীপুর ,পাঠক কান্দি প্রণব মঠে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদ ও আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের সভাপতি শ্রী হরিপদ দাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদ এর সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মাদারীপুর জেলার সহকারী পরিচালক শ্রী মিন্টু রঞ্জন ভদ্র,জেল সুপার শ্রী তুহিন কান্তি খান,শ্রী প্রভাস চন্দ্র অধিকারী, সাবেক অধ্যক্ষ শ্রী দিলীপ বৈদ্য, আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শ্রী রামকৃষ্ণ পাল প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে ১০ টি গীতা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মোট ৬০ টি পুরস্কার দেওয়া হয়।