কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত।
ঝিনাইদহ প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার(১৪এপ্রিল)
ঝিনাইদহের কোটচাঁদপুরে পহেলা বৈশাখ পালিত হয়েছে।
বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আহবান করে বাঙালিরা।
নতুন বছরকে বরণ করে নিতে বরাবরের মতো এবারও দেশের সব মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপন করে বাংলা নতুন বছর ১৪৩২। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুনের আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠবে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হয় ‘এসো হে বৈশাখ, এসো এসো.
এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে,কোটচাঁদপুর উপজেলা যুবদল ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বিভিন্ন কর্মসূচি পালন করেন।কর্মসূচির মধ্যে আনন্দ র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য ইকরামুল হক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মিয়া,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি কুশনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া,সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান বিশ্বাস যুবদলের গাফফার আলী, আবদুল খালেক আব্বাস আলী শরিফ সোহান, আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসান আজিম, তারেক, নাইম হাবিব হাসান প্রমূখ।এসময় বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : জাকিয়া হাসান , সম্পাদক : ইদ্রিস হাসান নারায়ণগঞ্জ
মোবাইল : ০১৭১৯০৩৭৯২০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত