(সিনিয়র স্টাফ রিপোর্টার, আলী শেখ)
রাজৈর উপজেলা ইশিবপুরের সোনাপাড়া গ্রামের হাজী আব্দুল কাদের মুন্সির ছোট ছেলে, হীরু মুন্সি, হেলিকপ্টারে করে বরযাত্রী গিয়ে বউ নিয়ে আসলো নিজ বাড়িতে,
কনে সুরাইয়া ইসলাম, পিতা সিদ্দিক আকন, গ্রাম বদরপাশা, এ সময় উপস্থিত ছিলেন, ছেলের বড় ভাই হায়দার মুন্সী, মেজ ভাই লতিফ মুন্সি, ছেলের ভাতিজা, লাল মুন্সি, ছেলের বন্ধু, শেখ রানা সহ আরো অনেকেই। হিরো মুন্সি বলেন আমার ভাইদের ইচ্ছে পূরণ করার জন্য হেলিকপ্টারে করে বউ নিয়ে আসলাম।