নিজস্ব সংবাদদাতা
গত সোমবার সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত রূপালী (২০) একজন পোশাক শ্রমিক ছিলেন।
আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আহত ৮ জনের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনের।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঝগড়াচর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও সোহাগের স্ত্রী রুপালি ৩৪ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় জীবন-মরণের লড়াই করছিলেন।
শনিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোহাম্মদ হান্নান (৪০) এবং রূপালীর ১৬ মাস বয়সী শিশু কন্যা সুমাইয়ার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে, হান্নানের শরীরের ৪৫ শতাংশ এবং সুমাইয়ার ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। টিনশেড একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুনে সূত্রপাত হয় দুটি পরিবারের চার শিশুসহ ৮ জন গুরুতর দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে বার্ণ ইনিস্টিউটে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে রয়েছে রূপালির স্বামী সোহাগ (২৩) হান্নানের স্ত্রী নূরজাহান আক্তার লাকী (৩০), তাদের মেয়ে জান্নাত (৩), সামিয়া (৯) এবং ছেলে সাব্বির (১৬)।
তারা সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অনেকেরই অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। ##
সাদ্দাম হোসেন মুন্না খান
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
মোবাইল নং -01811169214
09-03-24