মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই স্লোগানে মাদারীপুরের রাজৈরের গোপালগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-৩ এর নাইট সট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলায় স্বাগতিক দল গোপালগঞ্জ একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে মধ্য বদরপাশা একাদশ।
(২০ জানুয়ারি সোমবার রাতে) রাজৈর উপজেলার বদরপাশার সরকারি রাজৈর কলেজ বিএম শাখা মাঠে গোপালগঞ্জ এক্যবদ্ধ ও প্রবাসী সংঘের আয়োজনে এবং গোপালগঞ্জ প্রগতি ক্লাবের সৌজন্যে মিনি নাইট সট ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার, সেমি ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় গোপালগঞ্জ একাদশ ১০৭ রানের টার্গেট দিলে মধ্যে বদরপাশা একাদশ ৭ উইকেট হাতে রেখেই ১০৮ রান করে পরাজিত করে গোপালগঞ্জ একাদশকে।
পরে শত শত ক্রীড়া মোদীর হোইহুল্লুড়ে ও আয়োজকদের নিবিড় পর্যবেক্ষনে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা আকন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কাজী, সাংবাদিক সুজন হোসেন রিফাত, ইউপি সদস্য ফয়সাল বেপারী ভুট্টো, মেরজন বেপারী, পান্না মুন্সি, বাচ্চু খান, বক্কার মাতুব্বর, কালাম হাওলাদার, শামচুল হাওলাদার, মোস্তফা কাজী সোহেল হাওলাদার, আতাহার হোসেন হাওলাদার, মো শাওন করিম ও সাইফুল হাওলাদার।
প্রকাশক : জাকিয়া হাসান , সম্পাদক : ইদ্রিস হাসান নারায়ণগঞ্জ
মোবাইল : ০১৭১৯০৩৭৯২০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত