নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের আদমজী ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। ট্রাক চালকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে শুভ (২২) ও শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকার ইসমাইল চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া। শুভ স্থানীয় আনন্দ ক্যাবল নামে একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আটক ট্রাক চালক আনোয়ার হোসেন (৫৩) কুষ্টিয়া জেলা সদরের বটতলী দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে তিন যুবক আদমজী ইপিজেডের সামনে একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ৩ জন সড়কের উপর পড়ে যায়। তখন দ্রুতগতিতে আসা (কুষ্টিয়া ট-১১-১২৫৮)) একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। রবিন নামে আরেক যুবক গুরুতর আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের আপত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর প্রক্রিয়া চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।