মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :২১ ডিসেম্বর -২০২৪ খ্রিস্টাব্দ শনিবার কদমবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে সাড়ম্বরে উদযাপিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। সকাল ৯:০০ঘটিকায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর। সকাল ১০:০০ঘটিকায় অতিথিবৃন্দের আসন গ্রহণের মধ্য মূল অনুষ্ঠান শুরু হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি সুধাংশু কুমার গায়েন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি সহকারী কমিশনার ( ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, প্রকৌশলী তরুণীকান্তি বাড়ৈ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস, প্রকৌশলী ( অব:) রবীন্দ্রনাথ গাইন সাংবাদিক বৃন্দ প্রমুখ,।
অনুষ্ঠান সঞ্চালক ছিলেন এডভোকেট গৌরাঙ্গ বসু।স্মৃতি রোমন্থন করেন ১৯৬৯ ব্যাচের অপূর্ব সরকার, কবিতা বিশ্বাস,রমেন্দ্রনাথ গোলদার, রমেন্দ্রনাথ হালদার, বিপুল গায়েন, বিপুল কির্তনীয়া, সুশান্ত দত্ত, জীবনকৃষ্ণ বিশ্বাস, পবিত্র বারুরী, নন্দলাল গাইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীয়তপুর তন্ময় গাইন, মন্টু লাল বিশ্বাস প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য কদমবাড়ী উচ্চবিদ্যালয় ১৯৪২/৪৩ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এ পরিক্রমায় এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হলো। আয়োজক কমিটির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে প্রতিবছর এ অনুষ্ঠান ধারাবাহিকভাবে উদযাপনে তারা চেষ্টা চালিয়ে যাবেন।