নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার খেলার মাঠে এ কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।
এ কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বারদী ইউনিয়ন যুবদলের ৯ টি ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সহ একে একে মিছিল নিয়ে আসায় কর্মী সভাটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।
উক্ত কর্মীসভায় সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম রহমানের সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সজীব বলেন, বক্তব্য এ সময় সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশরাফ ভূইয়া,
যুগ্ন আহবায়ক কাওসার আহমেদ, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাকিব হাসান, সদস্য সচিব আরিফ হোসেন, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল খন্দকার, সদস্য সচিব খোকন শিকদার, যুবদল নেতা সোহেল রানা, ইব্রাহিম সরকার সোহেল, ইমরান ফারুক সানাউল্লাহ প্রধান,শাজাহান সহ বারদী ইউনিয়ন যুবদলের ৯ টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।