নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নং ওয়ার্ডের মাদানীনগর এলাকায় চুরির অপবাদ দিয়ে মধ্য রাতেমোঃ রাব্বি নামে ১৩ বছরেরএক শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে হাত পা বেধেঁ অমানুষিক মারধর করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে৷ অভিযিক্তরা হলেন মোঃ আম্মি (৩৮), রেজাউল (৩৯) পিতা মৃত হাবিবও মোঃ সাইদুল ইসলাম (৪১)৷ শিশু রাব্বির চাচা মোঃ আল- আমিন বলেন, আমার বাড়িওয়ালা আম্মির ঘরে গত ৪-১১-২০২৪ তারিখে চুরির ঘটনার অপবাদ দিয়ে গত শনিবার রাত ১ টার সময় ওই তিন ব্যক্তি আমার বাসায় এসে আমার ভাতিজা শিশু রাব্বিক ঘুম থেকে তুলে নিয়ে যায় তাদের ঘরে৷ এ সময় রাব্বিকে ঘরের মধ্য হাত পা বেধে মারধর শুরু করে এবং আমাকে এবং আমার মাকে তারা বের করে দেয়৷ রাতভর চলে রাব্বির উপর শারীরিক নির্যাতন৷ শিশু রাব্বি বার বার বলছিল আমি চুরি করিনি৷ কিন্তু তারা কোন কথাই শুনেনি৷ মারধরে শিশু রাব্বি জ্ঞান হারায়৷ পরে জ্ঞান ফেরার পরে তাকে বলে তুই চুরি করেছিস তুন ভরি স্বর্ণালংকার এ কথা স্বীকার করলে তোকে আর মারবনা এবং ছেড়ে দেব৷ মারধরে শিশু রাব্বি ভয়ে তাদের শেখানে কথামতোস্বীকার করে এ সময় তারা তা মোবাইলে রেকর্ড করে শিশু রাব্বিকে ছেড়ে দেয়৷ শিশু রাব্বিকে হাসপাতালে নেওয়া হয়েছে৷ রাব্বির চাচা মোঃ আল আমিন বলেন ৯ /১১/২০২৪ তারিখ সকালে অভিযুক্ত রেজাউল আমার কাছে এসে বলেন ৫ লাখ টাকা দিয়ে দাও আমি ঝামেলা মিটিয়ে দেই৷ আল আমিন বলেন, আমরা গরীব মানুষ৷ আমি এলাকায় লন্ড্রী ব্যবসা করি৷ আমার ভাতিজা চুরি করেনি একাধিকবার বলল হাতে পায়ে ধরেছে আমিও তাদের হাতে পায়ে ধরেছি মিথ্যা অপবাদ না দেওয়ার জন্য এবং রাব্বিকে মারধর না করার জন্য কিন্তু মানুষরুপী পশুদের মন গলাতে পারিনি৷ এদিকে শিশু রাব্বিকে মিথ্যা চুরির অভিযোগে রাতভর মারধর করে শরীরে নীলাফুলা জখম দেখে এলাকাবাসী ধিক্কার জানান আম্মি, রেজাউল ও সাইদুলকে৷ তারা অবিলম্ভে শিশু রাব্বি নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন৷ সিদ্ধিরগঞ্জ থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন অভিযোগ আজকে দিয়েছে আমি এখনে হাতে পাইনি তবে বিষয়টি গুরুত্বসহকারে তদম্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান৷