নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৩ নং ওয়ার্ড নিমাইকাশারি এলাকার থেকে লামিয়া ১৩ বছর বয়সের একটি মেয়েকে তার বান্ধবী অজ্ঞাত নামে একটি মেয়ে বাসা থেকে শুক্রবার ১১ অক্টোবর সকালে সাড়ে ৯ টায় ডেকে নিয়ে যায়। এরপর থেকে লামিয়ার কোন খোঁজ খবর পাচ্ছেনা তার পরিবার।
বিষয়টি লামিয়ার পরিবার আত্মীয়-স্বজন এর বাড়িতে অনেক খোঁজাখুঁজি করার পরেও খোঁজ পাননি ১৩ বছরের মেয়েকে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লামিয়ার মা মোসা: পারভিন আক্তার একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ লামিয়ার মা মোসা: পারভিন আক্তার বলেন, আমার মেয়ে লামিয়া আক্তার (১৩) সে সানারপাড় রওশন আর স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী হিসেবে পড়াশোনা করছে।সামাজিক যোগাযোগের মাধ্যমে ও বিভিন্ন অনলাইন গেম এর মাধ্যমে অজ্ঞাতনামা এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমি এসব বুঝতে পেরে আমার মেয়ের হাতের থেকে মোবাইল ফোন আমি রেখে দেওয়ার পর,হঠাৎ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় তার বান্ধবী অজ্ঞাত নামে একটি মেয়ে আমার বাসার সামনে এসে আমার মেয়ে লামিয়াকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও লামিয়াকে না পেয়ে।লামীয়ার ফোন থেকে নাম্বার নিয়ে ওই মেয়েকে ফোন দিলে মেয়েটি আমার ফোন রিসিভ করে বলেন, লামিয়া আমি একসাথে হোটেলে নাস্তা খেয়ে লামিয়াকে রিক্সায় উঠিয়ে দিয়েছি।অজ্ঞাতনামে ওই মেয়েটি বলেন, এখন আমি লামিয়ার কোন খবর জানিনা। কিন্তু প্রশাসনের কাছে আমার একটাই দাবি আমার ১৩ বছরের মেয়ে লামিয়াকে আমি বুকে ফিরে পেতে চাই।
প্রকাশক : জাকিয়া হাসান , সম্পাদক : ইদ্রিস হাসান নারায়ণগঞ্জ
মোবাইল : ০১৭১৯০৩৭৯২০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত