(মিতু আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি )
পৃথক দুটি মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড প্রাপ্ত মিজান হলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
রবিবার (৬ অক্টোবর) সকালে সোনারগাঁ থানার হত্যা মামলায় হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই দিন রূপগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাজির করা হয় মিজানকে। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রাহমানের আদালতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে পুলিশ
প্রকাশক : জাকিয়া হাসান , সম্পাদক : ইদ্রিস হাসান নারায়ণগঞ্জ
মোবাইল : ০১৭১৯০৩৭৯২০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত